চালের বাজার নিয়ন্ত্রণে চলছে অভিযান

Md Ibrahim

Md Ibrahim

জুন ১২, ২০২৫, ০২:৪৪

চালের বাজার নিয়ন্ত্রণে চলছে অভিযান
অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে চলছে খাদ্য মন্ত্রণালয়ের অভিযান। প্রতিদিন দু'জন উপসচিব এই অভিযান চালিয়ে আসছেন। তবে ক্রেতাদের অভিযোগ, লোক দেখানো এই অভিযান বাজারে কোনো প্রভাব ফেলতে পারছে না। কারণ এক দেড় ঘণ্টার এই অভিযানে গড়ে ছয় সাতটি দোকানে তদারকি চলে। মূল্য তালিকা না থাকা, দামের গরমিল ও লাইসেন্স না থাকার মতো অপরাধে কোনো শাস্তি না দিয়ে কেবল সতর্ক করেই শেষ হচ্ছে অভিযান। বেলা পৌনে ১২টায় রাজধানীর রামপুরা কাঁচা বাজারের খাদ্য মন্ত্রণালয়ের তদারকি দল। দোকানের ট্রেড লাইসেন্স নেই, চালের মজুদ কত তার হিসেব
Advertisement
ও নেই। এসব অপরাধে দোকান মালিককে সতর্ক করে সাত দিনের সময় দেয় তদারকি দল। একটি দোকানে অভিযান শেষ করে রামপুরা থেকে চৌধুরী পাড়ার দিকে রওনা দেয় দলটি।চৌধুরী পাড়ার বরিশাল ও কুমিল্লা রাইস মিলে নেই কোন মূল্য তালিকা। পাইকারি এই দুই প্রতিষ্ঠানে নেই ফুড লাইসেন্সও। দুই প্রতিষ্ঠানকেই সাত দিনের সময় দেয়া হয়। একটি লাইসেন্সে চলছে দুটি দোকান। এখানেও দেয়া হলো সাত দিনের সময়।উপসচিব বললেন, নানা অনিয়ম পাওয়া গেলেও আপাতত ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। যাতে তারা সঠিকভাবে ব্খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব ও আইন উপদেষ্টা মোহ
Advertisement
টি লাইসেন্সে চলছে দুটি দোকান। এখানেও দেয়া হলো সাত দিনের সময়।উপসচিব বললেন, নানা অনিয়ম পাওয়া গেলেও আপাতত ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। যাতে তারা সঠিকভাবে ব্খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব ও আইন উপদেষ্টা মোহাম্মদ আবু ইউসুফ বলেন, আইন মানতে তাদের উদ্বুদ্ধ করতে এ অভিযান। আমরা পরবর্তীতে জরিমানা করবো। যাদের লাইসেন্স নেই, লাইসেন্সে জটিলতা আছে তাদের সতর্ক কতবে ভোক্তাদের অভিযোগ লোক দেখানো এমন অভিযানে কাজের কাজ কিজাগরণ/অর্থনীতি/কেএপিছুই হয় না। রা হয়েছে।  যবসা করেন। 
google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
Advertisement

cgfd gf jf jy

সর্বশেষ সংবাদ