জম্মু-কাশ্মীরে থানা চত্বরে বিস্ফোরণে ৭ জনের মৃত্যু

Md Ibrahim

Md Ibrahim

নভেম্বর ১৫, ২০২৫, ১১:০৭

জম্মু-কাশ্মীরে থানা চত্বরে বিস্ফোরণে ৭ জনের মৃত্যু
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে একটি পুলিশ স্টেশনে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

শুক্রবার মধ্যরাতে শ্রীনগরের নওগাম থানা চত্বরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যা পুরো এলাকাকে প্রকম্পিত করে তোলে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী বা অ্যামোনিয়াম নাইট্রেট থানা এলাকায় পরীক্ষা করার সময়ই অসাবধানতাবশত
Advertisement
এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে থানার মূল ভবনটি কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ও ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসি ক্যামেরার ফুটেজেও বিস্ফোরণের ভয়াবহতা স্পষ্ট দেখা গেছে যেখানে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দৃশ্যমান ছিল এবং থানা প্রাঙ্গণে রাখা বেশ কয়েকটি গাড়িও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী সম্প্রতি হোয়াইট কলার সন্ত্রাসী মডিউল মামলায় বাজেয়াপ্ত করা এই বিপুল পরিমাণ অ্যাম
Advertisement
ল এবং থানা প্রাঙ্গণে রাখা বেশ কয়েকটি গাড়িও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী সম্প্রতি হোয়াইট কলার সন্ত্রাসী মডিউল মামলায় বাজেয়াপ্ত করা এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট থানার ভেতরেই সংরক্ষিত ছিল। পুলিশ ও ফরেনসিক টিমের সদস্যরা যখন এসব বিস্ফোরক পরীক্ষা-নিরীক্ষা করছিলেন ঠিক তখনই এই দুর্ঘটনা ঘটে যা পুলিশের নিরাপত্তা প্রোটোকল নিয়েও প্রশ্ন তুলেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ও শনাক্তকরণের জন্য শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয়েছে এবং ধ্বংসস্তূপে আরও কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত করতে উদ্ধারকাজ এখনো পুরোদমে চলমান রয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন বিস্ফোরণের শক্তি এতটাই বিধ্বংসী ছিল যে ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ ফুট দূরেও নিহতদের দেহের বিভিন্ন অংশ ছিটকে পড়তে দেখা গেছে যা ঘটনার ভয়াবহতার প্রমাণ দেয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। থানার মতো অত্যন্ত সুরক্ষিত ও স্পর্শকাতর স্থানে কীভাবে এমন একটি দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখার জন্য উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

Tags:

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
Advertisement

জনসংযোগ

সর্বশেষ সংবাদ